যেসব এফ-কমার্স বা ই-কমার্স প্রতিষ্ঠানের কাস্টমার ডাটা মাত্র ১০০ বা ১ হাজার। তারা চাইলে কাস্টমারের সব ধরণের বিশেষ দিনগুলো নোট রাখতে পারে এবং শুভেচ্ছা বিনিময় করতে পারে। এছাড়াও ক্রেতার চাহিদা, রুচি, বয়স, ধর্ম সহ সবকিছু নোট রাখার মাধ্যমে তাদের বিশেষ অফার, প্যাকেজ, পণ্য অফরা দেওয়া সহ সারপ্রাইজ দেওয়া যায়।