নানা নানি চিন্তা মুক্ত থাকার কারণ ছোটবেলা থেকেই আমার জানা। তাদের জমিজামা (কৃষি) চলনসই। জমি বন্ধক দিয়ে বছর বছর বাড়তি আয়ও হয়। সব জমি যেহেতু বন্ধক দেন না তাই নিজের জমিতে পরিমাণমত চাষ করেন ধান, সরিষা, গম, আদা, রসুন, পেয়াজ, সবজি সহ প্রয়োজনীয় জিনিশপত্র। আর এতে মিটে যায় বাৎসরিক খাদ্য চাহিদা। তাই দ্রব্যমূল্যের দাম বাড়লে বা কমলে তাদের কোন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না তাদের মনে।