মানুষ যখন শহুরে জীবনে হাঁপিয়ে ওঠে তখনি যেতে চায় প্রকৃতির কাছে। পেতে চায় প্রশান্তি এবং জানতে চায় সৃষ্টিকে। আর সেখানেই ভূমিকা রাখে ইকোট্যুরিজম। নদী, ঝর্ণা, পাহাড়, বনভূমি, সাগর, মাটি ও ফসল সহ প্রকৃতির প্রায় সবকিছুই রয়েছে ইকোট্যুরিজমের আওতায়। আঞ্চলিক খাবারও রয়েছে ইকোট্যুরিজমে।