সানজিদা`স ডাইনের স্বত্বাধিকারী সানজিদা আফরিন ফেসবুক পোস্টে লিখেন, রাজিব আহমেদ স্যারের ডাকা তিন দিনের কাবাব ওয়েভে ৪৬ টি অর্ডারের ১০৪৫ পিস কাবাব অর্ডার হয়েছে।” একই পোস্টে তিনি আরও লিখেন, “ইতিহাসে মাইলফলক সৃষ্টি করার মত এক ঘটনা, যা শুধুমাত্র স্যারের আইডিয়াতে বাস্তবায়ন হওয়া সম্ভব।”