নিজের মধ্যে উদ্যোক্তা হওয়ার এক ধরনের চিন্তা গ্রো করতে থাকে। এ চিন্তা থেকেই টাঙ্গাইলের তাঁতের সুতি, হাফসিল্ক, খাদি সিল্ক, এন্ডিকটন, জুট কটন সহ নানা রকম দেশীয় শাড়ি, মেয়েদের রেডি কুর্তি নিয়ে কাজ শুরু করি। নীল আমার ছেলের নাম আর মৃত্তিকা অর্থ মাটি। নিজ উদ্যোগের নাম ছেলের নামের সাথে সমন্বয় করে রেখেছি।