
মাত্র ৫ টাকায় বছরব্যাপী মশা মুক্ত ঘর
যন্ত্রণাদায়ক এক পতঙ্গের নাম, মশা। আমাদের দেশে মশা নেই এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন। যন্ত্রণার থেকেও ভয়ের হল মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মত রোগগুলো।
কয়েল, অ্যারোসল, ইলেকট্রিক কয়েল কোন কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। উল্টো স্বাস্থ্যের ক্ষতি হয় মারাত্মক ভাবে। উদাহরণসরুপ যদি ৮ ঘণ্টা মশার কয়েল জ্বালান হয় তাহলে সেটি ১৪০ টি সিগারেটের সমপরিমাণ ধোঁয়া উৎপন্ন করে যা মানুষের হার্ট ফুসফুসকে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত করতে থাকে। এমতাবস্থায় চলুন জেনে নেই ঘরোয়া কিন্তু কার্যকর একটি পদ্ধতি।
প্রথমে একটি মাটির প্রদীপে সরিষার তেলে এক চামচ রসুন বাটার সাথে কিছুটা পরিমাণ তেজ-পাতা গুঁড়ো এবং সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো নিতে হবে। লক্ষ রাখতে হবে যেন সমস্ত উপকরণ গুলি সরিষার তেলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। এরপর প্রদীপে একটি সলতে যোগ করে প্রদীপটি ধরিয়ে দিন। এর ফলে যে ধোঁয়া নির্গত হবে সেখান থেকে আপনার বাড়ির আনাচেকানাচে থাকা মশা বাড়ির বাইরে চলে যাবে। এতে আপনার শরীরও কিছু ক্ষতি হবে না।