ভালো লাগা থেকে বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ শুরু করি অনলাইনে। এরপর ক্রেতাদের চাহিদা বোঝে যুক্ত করি ফ্যামেলি ম্যাচিং ড্রেস। অর্থাৎ মা-বাবা-সন্তানের একই কাপড় এবং নকশার পোশাক। এটিই মূলত রাতারাতি পরিচিতি আর সাফল্যের দিকে নিয়ে যায়। ফ্যামেলি ম্যাচিং ড্রেসের মাত্র একটি ডিজাইন থেকে বিক্রি হয়েছে ২ লাখ টাকার বেশি। আফাফ ক্রিয়েশনে সর্বশেষ যুক্ত করেছি দেশের ঐতিহ্যবাহী জামদানি।